1. admin@dainiksatkhirarsangbad.com : দৈনিক সাতক্ষীরার সংবাদ :
পাটকেলঘাটায় একটি ক্লিনিকে ঢুকে স্বাস্থ্য সহকারীকে কুপিয়ে গুরুতর জখম - দৈনিক সাতক্ষীরার সংবাদ
বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...
শিরোনাম :
শ্যামনগরে সুপেয় পানির দাবিতে নারীরা খালি কলস হাতে মানববন্ধন করলেন সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১১ বঙ্গোপসাগরে দৃশ্যমান নিম্নচাপ মালয়েশিয়ায় ভবন ধসে ৩ নিহত, ভবনের সবাই বাংলাদেশি সাতক্ষীরায় হাজারো জনতার ফুলেল শুভেচ্ছায় সিক্ত সদর আসনের নৌকার মাঝি আসাদুজ্জামান বাবু এসপি পদে পদোন্নতি পাওয়ায় সজিব খানকে সংবর্ধনা দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরার ৪টি আসনে নৌকায় মাঝি যারা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় নিহতের ঘটনায় ট্রাকচালকসহ হেলপার আটক সাতক্ষীরায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ভারতীয় দুই নাগরিকের নিহত সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১১১ বোতল ফেন্সিডিলসহ এক মহিলা আটক

পাটকেলঘাটায় একটি ক্লিনিকে ঢুকে স্বাস্থ্য সহকারীকে কুপিয়ে গুরুতর জখম

  • Update Time : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৪০ Time View

নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরার পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী কামরুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। ক্লিনিক ভাঙচুর ও ওষুধ ছিনতাইকালে বাধা দেওয়ায় তাকে কোপানো হয়।

সোমবার (১৩ জুন) সকাল ১০ টার দিকে যুগিপুকুরিয়া কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বিল্লাল হোসেন নামের একজনকে আটক করেছে পুলিশ।

আহত কামরুল ইসলাম (৩৬) তালা সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান ও তালা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলামের ছেলে। তিনি যুগিপুকুরিয়া কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী হিসেবে দায়িত্বরত।

আটককৃত বিল্লাল হোসেন যুগিপুকুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত।

তালা হেলথ অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন জানান, যুগিপুকুরিয়া কমিউনিটি ক্লিনিকে দায়িত্বরত সিএইচসিপি হিসেবে ছিলেন সুবর্ণা বিশ্বাস। তিনি মাতৃকালীন ছুটিতে রয়েছেন। তার পরিবর্তে স্বাস্থ্য সহকারী কামরুল ইসলাম সেখানে দায়িত্ব পালন করছিলেন। সকাল ১০টার দিকে স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেনের নেতৃত্বে চার থেকে পাঁচজন আতর্কিতভাবে ক্লিনিকে হামলা চালায়। ক্লিনিক ভাঙচুর ও ওষুধ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় স্বাস্থ্য সহকারী কামরুল ইসলাম বাধা দিলে তাকে ধারালো রামদা দিয়ে মাথায়, হাতে, বুকে কোপানো হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

স্বাস্থ্য সহকারী নাজমুল হুদা জানান, এর আগে বিল্লাল হোসেন ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত সিএইচসিপি সুবর্ণা বিশ্বাসকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। বিভিন্ন সময় ক্লিনিক ভাঙচুর করতে উদ্যত হতো। এসব নিয়ে পৃথক সময়ে দুটি সাধারণ ডায়েরিও করেছেন সুবর্ণা বিশ্বাস। আজ কামরুল ইসলামকে কুপিয়েছে। আমরা স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তাহীন হয়ে পড়েছি।

এবিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ধারালো দা দিয়ে কুপিয়েছে স্বাস্থ্য সহকারী কামরুল ইসলামকে। ঘটনায় জড়িত বিল্লাল হোসেনকে আটক করা হয়েছে। জড়িত বাকিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Satkhirar Sangbad
Design & Developed By REHOST BD