নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার চক গোবিন্দপুরের কাকশিয়ালী নদী ও শুহুলপুর বালু মহল ইছামতী নদীর চর দখল করে অবৈধ্য ভাবে বালি উত্তোলন করছে একটি মহল।
সরেজমিনে স্থানীয়রা জানাযায়, আগে এসব চর থেকে সরকার প্রায় ১ কোটি টাকা রাজস্ব আদায় করত। কিন্ত এসব এলাকা ঝুঁকি পূর্ণ থাকাই সরকার ইজরা দেওয়া হয়নি। তার পরও এসব অসাধু ব্যবসায়ীরা প্রতি নিয়ত ট্রলারে ড্রেজার মেশিন লাগিয়ে বালু উত্তোলন করছে।
এাময় স্থানীয় অনেকে বলেন, ওই চরের উপর দিয়ে কোন ট্রলার বা নৌকা নিয়ে আসতে মানা করে ব্যবসায়ীরা।
স্থানীয়রা বলেন, এই ভাবে বালু উত্তোলন করলে এই নদীর বাঁধ ভেঙ্গে গিয়ে আমাদের এসব গ্রাম তলিয়ে যাবে। আমরা চেয়ারম্যান এর সঙ্গে বার বার বলেও কোন লাভ হয় নি।
ফলে ওই বেড়িবাধ হুমকির মুখে পড়ছে। এই ভাবে বালু কাটতে থাকলে যে কোন প্রাকৃতিক দূর্যোগ এলে মুহুর্তে মধ্যে বাঁধ ভেঙে তীরে বসবাসকারি কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, ৮নং ভাড়াশিমলার চেয়ারম্যান নাজমুল হোসেন, কালিগঞ্জের বসন্তপুর গ্রামের রহিম গাজীর ছেলে কুদ্দুস, একই গ্রামের মৃত নওয়াব আলী’র ছেলে আতিয়ার, ভাড়াশিমলা এলাকার অমর কান্তি সিং এর ছেলে অসিম ও একই এলাকার মৃত মোহাম্মদ আলী’র ছেলে আরাফাত রহমান বাবু দীর্ঘদিন যাবত এভাবে বালু কেটে ব্যবসা করে আসছেন। এভাবে বালু উত্তোলন করলে বেড়িবাঁধ ভেঙ্গে এসব অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা আছে বলে মনে করছেন এলাকাবাসী।
এছাড়া ভেড়িবাঁধের পাশে বসবাসকারীদের বাড়িতে এবং ভেড়ির রাস্তা দিয়ে চলা চল কারী ব্যক্তিরা বলেন একটু বাতাস হলে বালু উড়ে চোখে মুখে লাগে। এতে করে এলাকার মানুষের জীবনযাপন দুর্বিসহ হয়ে পড়ছে।
এবিষয়ে ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হোসেন ব্যবহৃত মুটো ফোনে রিং দিয়ে তিনি রিসিভ করে নি।
Leave a Reply