সাতক্ষীরার কলারোয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৬’শ পিচ ইয়াবাসহ আটক দুই।
রবিবার (১৮ জুন) ভোর সোয়া ৪টার দিকে সাতক্ষীরার কলারোয়া থানাধীন সিংগা বাজারাস্থ তিন রাস্তার মোড় থেকে মাদকসহ আসামীদের আটক করা হয়।
আটককৃত আসামীদের নাম ফিরোজ হোসেন রিপন (৩২) ও মোছাঃ শিউলি বেগম (৪০), উভয় যশোর জেলার শার্শা থানার পশ্চিম কোটা (দক্ষিন পাড়া) গ্রামের বাসিন্দা।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ওসি) তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, কলারোয়া থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা ও সহযোগিতায় বিশেষ অভিযান চলাকালে ৬’শ পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ আসামীদের হাতেনাতে আটক করা হয়।
ওসি আরও বলেন, কলারোয়া থানার মামলা নং-২৫, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬(১) টেবিলের ১০(ক) এর একটি নিয়মিত মামলা রুজু হয়।
Leave a Reply