সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে দুই বোতল ভারতীয় এলএসডি (লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড) মাদকসহ এক জনকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (১১জুলাই) সকলে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক চোরাকারবারি নাম মোঃ তরিকুল ইসলাম (৪২), সে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের মোঃ আব্দুর রশিদ এর ছেলে।
বিজিবি জানায়, ভারত থেকে অবৈধ পথে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভয়ংকর মাদক এলএসডির একটি বড় চালান আনা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েক সুবেদার সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৩ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেড়াগাছি নামক স্থানে গোপনে অবস্থান গ্রহণ করে।
পরবর্তীতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ২ বোতল (প্রতি বোতল ১০০ এমএল) ভারতীয় LSD (Lysergic Acid Diethylamide), ২টি মোবাইল ফোন ও নগদ টাকাসহ মাদক চোরকারবারী তরিকুল ইসলামকে হাতে নাতে আটক করা হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য পাচার ও মারামারিসহ আরও ৪টি ফৌজদারি মামলার আসামী ও চোরাচালানী মর্মে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়।
আটক আসামীর বিরুদ্ধে কলারোয়া থানায় মাদক দ্রব্য আইনে মামামলা দায়ের করতেঃ পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply