সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় ডিবি পুলিশের অভিযানে ৪০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক।
আটকৃত মাদক ব্যবসায়ীর নাম আলাউদ্দিন(৪০), সে কালীগঞ্জের সাত বসু গ্রামের শাহজাহান আলীর ছেলে।
ডিবি পুলিশ জানায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এঁর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খানের সার্বিক তত্ত্বাবধানে জেলা ডিবি’র ওসি তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে ডিবি’র এসআই তনময় দেবনাথ, এএআই গোপাল ও সঙ্গীয় ফোর্স রবিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানাধীন নলতা সাকিনস্থ জনৈক আফজাল হোসেন এর কাঠের দোকানের সামনে সাতক্ষীরা টু কালীগঞ্জ গামী পাকা রাস্তার উপর ডিবি পুলিশের অভিযানে ৪০ বোতল ফেন্সিডিলসহ আসামীকে হাতেনাতে আটক করে।
আটকের বিষয়ে সাতক্ষীরা ডিবি’র (ওসি) তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, আটককৃত যুবকের নামে ডিবি পুলিশ বাদী হয়ে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ সালের ৩৬(১) ধারায় মামরা রুজু করেছে। যাহার মামলা নং ২৫ তাং ২২/০৭/২০২৩ খ্রী:।
তিনি জানান, উদ্ধার কৃত ফেন্সিডিলের বাংলাদেশী মুল্য আনুমানিক ১ লক্ষ ২০ হাজার টাকা।
তিনি আরও জানান, আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply