সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার কলারোয়া থানার কাকডাঙ্গা সীমান্ত থেকে ৬টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
আজ শনিবার (২৬ আগস্ট) কলারোয়া উপজেলার কাকডাঙ্গা এলাকার বটগাছতলা পাকারাস্তার উপর থেকে ৬টি স্বর্ণের বারসহ আসামীকে আটক করা হয়।
আটককৃত আসামীর নাম মোঃ ফারুক হোসেন (৪২), সে কলারোয়া থানার কেড়াগাছি গ্রামের মৃত কিতাব আলীর ছেলে। আটককৃত ৬টি স্বর্ণের বারের মূল্য ৫৭ লক্ষ ৭৩, হাজার ৭৪৩ টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন হেড কোয়াটারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, ২৬ আগষ্ট কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপি’র এলাকাধীন মেইন পিলার ১৩/৩-এস ৫ আরবি হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বটগাছতলা পাকারাস্তা এলাকার সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচার হবে।
ওই তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক এর সার্বিক দিক নির্দেশনায় কাকডাঙ্গা বিওপি‘র নায়েব সুবেদার মোঃ আবু তাহের পাটোয়ারী এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত এলাকায় কৌশলে অবস্থান গ্রহণ করে। বেলা অনুমান ১২টার সময় আভিযানিক দল উক্ত এলাকা দিয়ে ভ্যানযোগে গমনকালীন সময়ে মোঃ ফারুক হোসেনকে আটক করে এবং আটককৃত ভ্যানগাড়ি তল্লাশী করে ৬টি স্বর্ণবার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৭০১ গ্রাম ৫১০ মিলিগ্রাম।
আটক আসামীকে কলারোয়া থানায় সোপর্দ ও স্বর্ণেরবারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Leave a Reply