সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা সিমান্তে ভারত থেকে চোরাপথে আসা সাড়ে ৮ কেজি রুপার গহনা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ।
বুধবার (৩০ আগোষ্ট) দুপুর ২টার দিকে সাতক্ষীরা সদরের ভাড়ুখালী নিমতলা এলাকার সরদার ব্রিকস নামক ইট ভাটার সামনে পাকা রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় থাকা ওই রুপার গহনা উদ্ধার করাহয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুহিদুল ইসলাম জানান, নিয়মিত মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের নিমিত্তে থানার এসআই ফকির জুয়েল রানা, এএসআই জিয়াউর রহমান, এএসআই আব্দুল হালিমসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা কালে ভাড়ুখালী নিমতলা এলাকায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় ৮ কেজি ৫’শ গ্রাম ওজনের রুপার গহনা উদ্ধার করে।
ধারনা করা হচ্ছে ভারত থেকে চোরপথে আনা রুপার গহনা গুলো পাচার করা হচ্ছিলো। পুলিশের উপস্থিতি টেরপেয়ে চোরাকারবারিরা রুপার গহনা ভর্তি ব্যাগ রেখে পালিয়ে গেছে।
উদ্ধারকৃত রুপার গহনা বাজার করা প্লাস্টিকের ব্যাগের মধ্যে রক্ষিত ছিল। যাহার ওজন ৮ কেজি ৫’শ গ্রাম, আনুমানিক মূল্য ১১ লক্ষ ৫৬ হাজার টাকা।
তিনি আরও জানান, উদ্ধারকৃত রুপার গহনা সরকারি কোষাগার ট্রেজারি শাখায় বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে জমা দিয়া হয়েছে।
Leave a Reply